ইচ্ছে
ইচ্ছে
হলো ইচ্ছে করে 
বড়ো  যদি
হই ইচ্ছে করে 
থাক
না পরে ছোটো বেলা 
বড়ো
না হই একটু ইচ্ছে
করে 
ছোট্টো
বেলার সকল কাজ 
করব
পরে ইচ্ছে হলে 
বাবা
দাদার মতো স্বাধীন 
যেথা
খুশি যাব ইচ্ছে হলে 
মা
যদি দেয় ভীষণ বকা 
শুনবো
না ওসব ইচ্ছে করে 
বাবার
মতো অফিস যাবো 
কাজ
করবো ইচ্ছে হলে 
দাদার
মতো কলেজ যাবো 
পড়বো
যখন ইচ্ছে হবে 
ইচ্ছে
হলে ইচ্ছে ডানা 
মিলবো
ওই গগণ পানে 
বন্ধু
হবে নানান পাখি 
খেলবো
বসে মেঘের কোলে 
বৃষ্টি
হলে ভয় পেয়োনা 
পরবো
এসে নদীর বুকে 
সেখান
থেকে দেব পারি 
কলোম্বাসের
নৌকো করে 
খুঁজতে
হবে অনেক কিছু 
বাকি
যা আছে আবিষ্কারে 
পাহাড়
নদী সাগর পার
আর
জঙ্গল মরু প্রান্তর 
আরো
আছে অনেক কিছু 
দেখতে
পাবো সেথায় গেলে 
ইচ্ছে
হলে থাকবো সেথায় 
দেখবো
যদি বন্ধু মেলে 
সন্ধ্যে
হলে ডেকোনা যেন 
ওমনি
তোমার ইচ্ছে হলে 
আসবো
ফিরে তোমার কাছে 
ছোট্টো
হওয়ার ইচ্ছে হলে ।।
                                      ~অমিত
 
 
After a long time
ReplyDelete