Bengali Poem


Poem is a collection of words which describe the feelings of the poet or author about certain subject or incident. In other words portray his or her emotions, feelings, views in words in a rithymic way.
I am trying to write few lines driven by my own feelings or emotions and like to share with all of you. All my poems are written in my mother tongue i.e. Bengali.
Hopefully you will like my writings and please don’t forget to put your valuable comments.

Name of my first poem is "ইচ্ছে" or "wish". In this poem a small kid wishing about his bream to become old like his father or brother and get the freedom to roam wherever he wants, he is not going to follow his mother restriction. He will fly with birds with his dream wings. He will discover all the unfold adventure



 
ইচ্ছে

ইচ্ছে হলো ইচ্ছে করে
বড়ো  যদি হই ইচ্ছে করে
থাক না পরে ছোটো বেলা
বড়ো না হই একটু ইচ্ছে করে
ছোট্টো বেলার সকল কাজ
করব পরে ইচ্ছে হলে
বাবা দাদার মতো স্বাধীন
যেথা খুশি যাব ইচ্ছে হলে
মা যদি দেয় ভীষণ বকা
শুনবো না ওসব ইচ্ছে করে
বাবার মতো অফিস যাবো
কাজ করবো ইচ্ছে হলে
দাদার মতো কলেজ যাবো
পড়বো যখন ইচ্ছে হবে
ইচ্ছে হলে ইচ্ছে ডানা
মিলবো ওই গগণ পানে
বন্ধু হবে নানান পাখি
খেলবো বসে মেঘের কোলে
বৃষ্টি হলে ভয় পেয়োনা
পরবো এসে নদীর বুকে
সেখান থেকে দেব পারি
কলোম্বাসের নৌকো করে
খুঁজতে হবে অনেক কিছু
বাকি যা আছে আবিষ্কারে
পাহাড় নদী সাগর পার
আর জঙ্গল মরু প্রান্তর
আরো আছে অনেক কিছু
দেখতে পাবো সেথায় গেলে
ইচ্ছে হলে থাকবো সেথায়
দেখবো যদি বন্ধু মেলে
সন্ধ্যে হলে ডেকোনা যেন
ওমনি তোমার ইচ্ছে হলে
আসবো ফিরে তোমার কাছে
ছোট্টো হওয়ার ইচ্ছে হলে ।।

                                      ~অমিত


This poem is about RAIN. In this poem you can find that rain can make someone happy, in the same time it can make someone unhappy.

 

এক পশলা বৃষ্টি

এক পশলা বৃষ্টি হয়েগেল
আকাশটা কালো তবুও জল থেমে গেল
পথ টা শুকনো ছিল
হাওয়ায় উড়ছিলো ধূলো
জলকণায় মিশে সেগুলো কাঁদা হয়েগেলো
রাস্তার কুকুর গুলো জ্বালাচ্ছিলো ভীষণ
জলে ভিজে শান্ত হয়েগেলো
গ্রীষ্মের গরম একটু কমল বটে
আমাদের শান্তি, রাস্তার ভিখিরিটার একটু কষ্ট হয়েগেল
মাঝে এক পশলা বৃষ্টি হয়েগেল

                                                                        ~ অমিত

 


In recent past (27th May 2020) there was a terrible, disturbing incident happened in a village of Kerala, India, when an elephant entered into a village for food, a man gave her (the elephant) a pineapple stuffing with firecrackers. While the elephant was trying to eat the fruit, it exploded in her mouth. She died. Postmortem report said that the elephant was found to be one-month pregnant. That incident was very pain full and based on this tragic incident I wrote few line title as “বিষ ফল” or “poison fruit”

 

বিষ ফল

অনেক হলো অনেক হলো আর যাবো না তোর বাড়ি
বাড়ি গেলে প্রাণ নিস্ একি ঝকমারি
আমরা থাকি  জঙ্গলে আর তোরা থাকিস ঘরে
মাঝে মধ্যে ঘুরতে আসি ভালোবাসার তরে
ভালোবেসে ডাকলে পরে আপন হতে চাই
ভালোবাসার ভাষা ছাড়া তো জানা নাই
তোরা সব সৃষ্টিশীল বুদ্ধিতে বৃহস্পতি
রাত দিন সব ফন্দি ফিকির নানান খুঁটিনাটি
আমরা সকল মাথা মোটা বুদ্ধি নাই ঘটে
ভালোবেসে ডাকলে পরে দাড়াই এসে পাশে
ক্ষুদার জ্বালায় হেথা হোথা ঘুরি মাঠে ঘাটে
সেই ফাঁকেতেই বোকা বানাস মজার ফন্দী এঁটে
সেই মজাতেই প্রাণ গেলো মোর মরলো জঠর জ্বালা
ফল যেন তোর আগুন হয়ে পোড়াল দেহ সারা
জ্বলছে শরীর জ্বলছে মন জ্বলছে সারা দেহ
অন্তরের মোর মাতৃ সুখ, গর্ভেই অন্ত হল ।।

~অমিত

 

No comments:

Post a Comment

Durga Puja - The Beginning of Durgotsav

Durga is a Hindu goddess and Puja is worship. Durga Puja is a great Hindu festival that is celebrated in India and also the neighboring coun...