বিষ ফল
অনেক হলো অনেক হলো আর যাবো না
তোর বাড়ি
বাড়ি গেলে প্রাণ নিস্ একি ঝকমারি
আমরা থাকি জঙ্গলে
আর তোরা থাকিস ঘরে
মাঝে মধ্যে ঘুরতে আসি ভালোবাসার তরে
ভালোবেসে ডাকলে পরে আপন হতে চাই
ভালোবাসার ভাষা ছাড়া র তো জানা
নাই
তোরা সব সৃষ্টিশীল বুদ্ধিতে
বৃহস্পতি
রাত দিন সব ফন্দি ফিকির
নানান খুঁটিনাটি
আমরা সকল মাথা মোটা বুদ্ধি নাই ঘটে
ভালোবেসে ডাকলে পরে দাড়াই এসে পাশে
ক্ষুদার জ্বালায় হেথা হোথা ঘুরি মাঠে ঘাটে
সেই ফাঁকেতেই বোকা বানাস মজার ফন্দী এঁটে
সেই মজাতেই প্রাণ গেলো মোর মরলো জঠর জ্বালা
ফল যেন তোর
আগুন হয়ে পোড়াল দেহ সারা
জ্বলছে শরীর জ্বলছে মন জ্বলছে সারা
দেহ
অন্তরের মোর মাতৃ সুখ, গর্ভেই অন্ত হল ।।
~অমিত
No comments:
Post a Comment